Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিসংখ্যান অফিস, চিতলমারী, বাগেরহাটের তথ্য বাতায়নে স্বাগতম


এক নজরে

এক নজরে চিতলমারী উপজেলা

চিতলমারী উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

চিতলমারী ২২●৪৭′৫′′ উত্তর ৮৯●৫২′৭′′ পূর্বে ভৌগোলিক স্থানাঙ্কে অবস্থিত। এই এলাকার আয়তন ১৯১.৯৯ বর্গকিলোমিটার (৭৪.১২ বর্গমাইল) এবং এখানে (আদমশুমারী ও গৃহগণনা ২০১১ অনুযায়ী) মোট ৩০,২৬৪ পরিবার বসবাস করে। চিতলমারী উপজেলার জনসংখ্যা (আদমশুমারী ও গৃহগণনা ২০১১ অনুযায়ী) ১,৩৭,৫৩৮ জন। এই উপজেলায় জনসংখ্যার ঘনত্ব (আদমশুমারী ও গৃহগণনা ২০১১ অনুযায়ী) ৭২৩ বর্গকিলোমিটার (১৮৭৪ বর্গমাইল)। এই উপজেলার স্বাক্ষরতার হার (আদমশুমারী ও গৃহগণনা ২০১১ অনুযায়ী) ৫৬.২%। চিতলমারী উপজেলা উত্তরে টুঙ্গিপাড়া উপজেলা,দক্ষিণে বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা, পুর্বে নাজিরপুর উপজেলা এবং পশ্চিমে মোল্লাহাট উপজেলা ও ফকিরহাট উপজেলা দ্বারা বেষ্টিত। প্রধান নদী মধুমতিকালিগঙ্গাচিত্রা এবং বলেশ্বর

চিতলমারী উপজেলার নামকরণ সর্ম্পকে সঠিক কিছু বলা সম্ভব নয়। তবে জনশ্রুতি আছে চিতলমারী উপজেলা মধুমতি, চিত্রা ও বলেশ্বর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তিনটি নদীর এই সঙ্গমস্থলটি চিতল মাছের জন্য বিখ্যাত ছিল এবং জেলেরা এই স্থান হতে প্রচুর চিতল মাছ ধরতো। কালক্রমে এ স্থানের নাম চিতলমারী হয়।

এই উপজেলার ইউনিয়নসমূহ হলো -

 

চিতলমারী উপজেলা মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মোল্লারহাট থানাকে ভেঙ্গে ১৯৮১ সালে চিতলমারী থানা গঠন করা হয়। ১৯৮৩ সালের ৭ নভেম্বর উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কি.মি.। মোট ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একিভুত করা হয়। তৎপরবর্তীতে ৭ টি ইউনিয়ন নিয়ে চিতলমারী উপজেলা গঠন করা হয়।