Public Opinion Survey on National Reform 2025
জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক Public Opinion Survey on National Reform শীর্ষক জরিপটি পরিচালনা করা হচ্ছে।
সারা দেশের ৬৪ টি জেলার প্রতিটি জেলা হতে পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণপূর্বক Integrated Multipurpose Sample (IMPS) হতে সাব স্যাম্পল-নমুনা এলাকা বা পিএসইউ নির্বাচন করা হয়েছে। প্রতিটি জেলা হতে ৩০টি করে মোট ১৯২০ টি নমুনা এলাকা বা পিএসইউ দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নমুনা এলাকা বা পিএসইউ হতে নমুনায়ন পদ্ধতিতে নির্বাচিত ২৪ টি খানার তথ্য সংগ্রহ করা হবে। সমগ্র বাংলাদেশে ৪৬,০৮০টি খানা নির্বাচন করে নির্বাচিত প্রতিটি খানা হতে ১৮ থেকে ৭৫ বছর বয়সী নাগরিকের মধ্য হতে Kish Selection পদ্ধতিতে নির্বাচিত একজন যোগ্য উত্তরদাতার নিকট হতে জরিপের তথ্য সংগ্রহ করা হবে।
Public Opinion Survey on National Reform জরিপটি আগামী ১০-১৭ জুলাই ২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত পরিচালিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস