বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৯৩ সাল থেকে Multiple Indicator Cluster Survey (MICS) জরিপটি পরিচালনা করে আসছে। এটি একটি বিশ্বব্যাপী পরিচালিত খানা জরিপ। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক যৌথভাবে ৭ম রাউন্ড Multiple Indicator Cluster Survey (MICS): Round 7 (2024-2025) কার্যক্রম পরিচালনা করছে। এই জরিপটির মাধ্যমে দেশের মোট ৬২,৯৮০ টি খানা হতে জনগণের আর্থ-সামাজিক অবস্হা, মা ও শিশুদের স্বাস্হ্য, পুষ্টি, শিক্ষা, প্রতিবন্ধিতা, বিবাহ, স্যানিটেশন এন্ড হাইজিন, খাবার পানির গুণগত মান পরীক্ষা, লবণের মান পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে।
Multiple Indicator Cluster Survey (MICS): Round 7 (2024-2025) এর বাগেরহাট জেলার ৪৭টি পিএসইউ এর লিস্টিং ও ম্যাপিং কার্যক্রম ২৮ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাঠ পর্যায়ে পরিচালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় Multiple Indicator Cluster Survey (MICS): Round 7 (2024-2025) এর মূল জরিপটি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সারাদেশব্যাপী পরিচালিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস