Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিসংখ্যান অফিস, চিতলমারী, বাগেরহাট এর তথ্য বাতায়নে স্বাগতম। 

(জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী) চিতলমারী উপজেলার মোট জনসংখ্যা ১,৫৩,০৩৩ (এক লক্ষ তিপ্পান্ন হাজার তেত্রিশ জন)। চিতলমারী উপজেলার মোট পরিবার/বাসগৃহের সংখ্যা ৩৫,৮১৬ (পয়ত্রিশ হাজার আটশত ষোল)। চিতলমারী উপজেলার জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ০.৮৭%। চিতলমারী উপজেলার মোট জনসংখ্যার ১,০৬,৭৪৮ জন মুসলিম (৬৯.৭৫%), ৪৬,২৫৫ জন হিন্দু (৩০.২৩%), ২৫ জন খ্রিস্টান (০.০২%), ৫ জন বৌদ্ধ (০.০০%)।চিতলমারী উপজেলার ৫ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৮.৮২%, ৭ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৯.৫২%, ১৫ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৬.৪৯%


শিরোনাম
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস)-২০২৪ এর স্হানীয় রেজিস্ট্রারদের মাধ্যমে জনমিতিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস)-২০২৪ এর স্হানীয় রেজিস্ট্রারদের মাধ্যমে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাসহ সারাদেশ ব্যাপী জনমিতিক তথ্য সংগ্রহ করা হয়। স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) এর তথ্য সংগ্রহ কার্যক্রমটি সম্পূর্ণ প্যানেল পদ্ধতি অনুসরণ করে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।

স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) এর তথ্যের উপর ভিত্তি করে বার্ষিক প্রক্ষেপিত জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, নির্ভরশীলতার অনুপাত, জনসংখ্যার ঘনত্ব, প্রজনন হার, স্হূল জন্মহার, স্হূল মৃত্যুহার, ১ (এক) বছরের কম বয়সী শিশু মৃত্যুহার, বাল্য বিবাহের হার, অভ্যন্তরীণ স্হানান্তর হার, আর্ন্তজাতিক স্হানান্তর হার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, প্রতিবন্ধিতার হার, নিরাপদ খাবার পানি ও পয়ঃব্যবস্হাপনা সুবিধা, খানায় বিদ্যুৎ সুবিধা, মোবাইল ফোন ব্যবহারকারীর হার, ইন্টারনেট ব্যবহারকারীর হার ইত্যাদি সূচক নির্ধারণ করা হয়ে থাকে। উক্ত তথ্য উপাত্ত সরাসরি মাঠ পর্যায় হতে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে প্রেরিত হয়ে থাকে।

উল্লেখিত সূচকসমুহ ছাড়াও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)'র গুরুত্বপূর্ণ আর্থসামাজিক ও জনমিতিক সূচকসমূহের বার্ষিক প্রাক্কলন প্রদানের জন্য স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্য র্স্মাট বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হবে।


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
21/06/2024
আর্কাইভ তারিখ
31/01/2025