নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ তৈরির লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের উদ্দেশ্যে জরিপটি পরিচালনা করা হচ্ছে।
সারা দেশের ৬৪ টি জেলার প্রতিটি জেলা হতে পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণপূর্বক Integrated Multipurpose Sample (IMPS) হতে সাব স্যাম্পল-নমুনা এলাকা বা পিএসইউ নির্বাচন করা হয়েছে। প্রতিটি জেলা হতে ৩০টি করে মোট ১৯২০ টি নমুনা এলাকা বা পিএসইউ দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নমুনা এলাকা বা পিএসইউ হতে নমুনায়ন পদ্ধতিতে নির্বাচিত ২৪ টি খানার তথ্য সংগ্রহ করা হবে। সমগ্র বাংলাদেশে ৪৬,০৮০টি খানা নির্বাচন করে নির্বাচিত প্রতিটি খানা হতে ১৮ বা তার অধিক বছর বয়সী সকল পুরুষ ও মহিলা সদস্যের মধ্য হতে Kish Selection of H.H. member পদ্ধতিতে নির্বাচিত একজনের নিকট হতে জরিপের তথ্য সংগ্রহ করা হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপটি আগামী ২০-২২ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত পরিচালিত হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস