Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিসংখ্যান অফিস, চিতলমারী, বাগেরহাট এর তথ্য বাতায়নে স্বাগতম। 

(জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী) চিতলমারী উপজেলার মোট জনসংখ্যা ১,৫৩,০৩৩ (এক লক্ষ তিপ্পান্ন হাজার তেত্রিশ জন)। চিতলমারী উপজেলার মোট পরিবার/বাসগৃহের সংখ্যা ৩৫,৮১৬ (পয়ত্রিশ হাজার আটশত ষোল)। চিতলমারী উপজেলার জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ০.৮৭%। চিতলমারী উপজেলার মোট জনসংখ্যার ১,০৬,৭৪৮ জন মুসলিম (৬৯.৭৫%), ৪৬,২৫৫ জন হিন্দু (৩০.২৩%), ২৫ জন খ্রিস্টান (০.০২%), ৫ জন বৌদ্ধ (০.০০%)।চিতলমারী উপজেলার ৫ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৮.৮২%, ৭ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৯.৫২%, ১৫ বছর ও তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৬.৪৯%


শিরোনাম
ত্রৈমাসিক ভিত্তিক সেবা উৎপাদন সূচক (আইএসপি) সংকলনের জন্য প্রতিষ্ঠান জরিপ ২০২৫
বিস্তারিত

ত্রৈমাসিক ভিত্তিক সেবা উৎপাদন সূচক (আইএসপি) সংকলনের জন্য প্রতিষ্ঠান জরিপ ২০২৫


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত QGDP এবং DGDP উন্নয়ন প্রকল্পের আওতায় ত্রৈমাসিক ভিত্তিক সেবা উৎপাদন সূচক (আইএসপি) সংকলনের জন্য প্রতিষ্ঠান জরিপটি আগামী ১২-১৭ মার্চ ২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত পরিচালিত হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/03/2025
আর্কাইভ তারিখ
26/06/2025